করিমগঞ্জ - 2 weeks ago

করিমগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক চাপায় মাওলানা আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়াও সিএনজিতে থাকা আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত মাওলানা কাইয়ূম ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের মাওরা গ্রামের কারী ওমর আলীর সন্তান। মাওলানা কাইয়ূম নারায়ণগঞ্জ জেলায় মুদি ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন বলে নিহতের ভাই লুৎফর রহমান জানান।

করিমগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭.৩০ টায় করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। এসময় উপজেলার চামড়াঘাট থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী মালবাহী ট্রাক কিশোরগঞ্জ থেকে আসা চৌগাংগাগামী সিএনজি সাকুয়া বাজারে আাসা মাত্রই মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা মাওলানা আব্দুল কাইয়ূম ঘটনাস্থলে মারা যায় এবং আরও ৪ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পরপরই মালবাহী ট্রাক পালিয়ে যায়।


আরও পড়ুন