
পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর সিএনএনের।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো দেশটি সফরে যাচ্ছেন শি। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, শি এবং পুতিন দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
শুক্রবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আলোচনা চলাকালীন রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার আরও বিকাশের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় নথি স্বাক্ষর করা হবে।
গত বছরের ফেব্রুয়ারিতে শি ও পুতিন দুই দেশের মধ্যে সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দেন। সেই সময় শীতকালীন অলিম্পিকের অনুষ্ঠানে পুতিন চীন সফরে যান।
সম্প্রতি ইউক্রেনে সংঘাত নিরসনে শান্তির প্রস্তাব দেয় চীন। তবে চীনের এই প্রস্তাবে রাশিয়া খুশি হলেও নারাজ যুক্তরাষ্ট্র।