Home মোহাম্মদ আরিফুল ইসলাম

মোহাম্মদ আরিফুল ইসলাম

জন্ম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। বাজিতপুরের এক অজপাড়া গ্রামেই বেড়ে উঠেছেন তিনি। পরিবারে দুই ভাই, এক বোনের মধ্যে সবার ছোট আরিফুলের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ, বাজিতপুর কলেজ হয়ে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ওয়ালীনেওয়াজ খান কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়ন করেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির সূত্রপাত। আগ্রহ থেকেই ২০১২ সালে যুক্ত হন সাংবাদিকতায়। সাংবাদিকতা জীবনে ২০১৩ সাল থেকে দীর্ঘ ৩ বছর দৈনিক করতোয়ার বাজিতপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য দৈনিকে কাজ করেছেন। জন্মলগ্ন থেকে জুলাই ২০১৯ পর্যন্ত তিনি কাজ করেছেন মুক্তিযোদ্ধার কণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধার কণ্ঠের বার্তা সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।
সর্বশেষ পাওয়া