muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

ইউনূস সাহেবের একটাই সমস্যাঃ অর্থমন্ত্রী

muhit-unus
গ্রামীণব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আবারো কটাক্ষ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের অর্থনীতিতে ও নারীর ক্ষমতায়নে তার অবদান স্বীকার করলেও তিনি পদ ছাড়তে চান না- এটাই তার সমস্যা বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বার্নিকাট গ্রামীণব্যাংকের ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে তার কাছে জানতে চান।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে বলেছি, গ্রামীণব্যাংক ভালো চলছে। যা সমস্যা হচ্ছে তা করছে ইউনূস সাহেব নিজে।’

মুহিত বলেন, ‘ইউনূস সাহেবের বন্ধুরা একের পর এক মামলা করে গ্রামীণ ব্যাংকের পুনর্গঠন আটকে রেখেছে। তবে এখন মামলাগুলো শেষ। আমরা পরিচালনা পরিষদের প্রায় সব সদস্য পেয়ে গেছি। শুধু একজন বিচারককে এখনো নিশ্চিত করা যায়নি। আমি বিদেশে থেকে ফিরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

উল্লেখ্য, অর্থমন্ত্রী আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ২৬ এপ্রিল তার দেশে ফেরার কথা।

মন্ত্রী আরো বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানিয়েছি, ইউনূসের অবদানকে অস্বীকার করার কিছু নেই। তিনি বাংলাদেশে ক্ষুদ্রঋণে বিপ্লব ঘটিয়েছেন। নারীদের ক্ষমতায়ন করেছেন। সামাজিক বিপ্লব এনেছেন।’

ইউনূস সাহেবের একটাই সমস্যা- তিনি যে প্রতিষ্ঠান গড়েছেন তা তিনি ছাড়তে চান না- যোগ করেন অর্থমন্ত্রী।

সরকার শিগগিরই গ্রামীণ ব্যাংকের পরিচলানা পরিষদ গঠন করবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কথা হয়েছে। তিনি এ খাতে সহায়তার আগ্রহ দেখিয়েছেন। তবে এ ক্ষেত্রে আঞ্চলিক উন্নয়ন সম্পর্কিত বিষয়ে সাহায্যে যুক্তরাষ্ট্রের আগ্রহ বেশি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাকে বলেছি, চলতি বছর যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম পোশাক রপ্তানি হয়েছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী আপনার সঙ্গে আরও কথা বলবেন।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Tags: