muktijoddhar kantho logo l o a d i n g

Uncategorized

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আর নেই

kazi_zafar
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাজী জাফর আহমেদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন কাজী জাফর। তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অপর এক বার্তায় শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর এক বার্তায় কাজী জাফর আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ। শোকবাণীতে তিনি বলেন, কাজী জাফর আহমদের ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা রাজনীতিবিদকে হারালো। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম পৃথক এক শোকবার্তায় কাজী জাফর আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আগামীকাল শুক্রবার সকাল ৮টায় টঙ্গী রেলগেটে প্রথম, বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় দ্বিতীয় এবং বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদে শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

জানাযার পর কাজী জাফর আহমদের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন করা হবে।

Tags: