muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা

nepal-pm
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সাধারণ নির্বাচনকে সামনে রেখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। শনিবার প্রেসিডেন্ট রাম বরণ যাদবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নেপালের বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালা ২০১৪ সালের ফেব্রুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী থাকাকালে তার নেতৃত্বে নেপালে নতুন সংবিধান গৃহীত হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত নেপাল নতুন যুগের সূচনা হলো বলে অনেকের ধারণা।

তার দল নেপালি কংগ্রেস কৈরালাকে নির্বাচনে প্রার্থীতার মনোনয়ন দিয়েছে। শনিবার তিনি প্রার্থীতার জন্য নিবন্ধন করেছেন।

এদিকে সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান কে পি অলি নির্বাচনে প্রার্থীতার জন্য নিবন্ধন করেছেন। ধারণা করা হচ্ছে নির্বাচনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

Tags: