muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

গরুর মাংস রপ্তানিকারীর কাছ থেকে ২০০ কোটি টাকা নিয়েছে বিজেপি

bjp-flag
গরুর মাংস রপ্তানিকারী’র কাছ থেকে ২০০ কোটি টাকা অনুদান নিয়েছে বিজেপি। দেশের শাসকদল সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান। যদিও এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি জানিয়েছেন বিজেপির মুখপাত্র বিজয় বাহাদুর পাঠক।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গরুর-মাংস বিতর্ক নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান আজম খান। বলেন, “গরুর মাংস নিয়ে রাজনীতি করছে বিজেপি। হাস্যকর বিষয় হল, একজন বড় গরুর মাংস রপ্তানিকারীর থেকে ২০০ কোটি টাকা অনুদান নিয়েছে বিজেপি।’’ দলের কাছে কত পরিমাণ কালো টাকা রয়েছে তারও জবাব চান অখিলেশের মন্ত্রী। পাশাপাশি গরু হত্যা প্রসঙ্গে তাঁর মন্তব্য, “গরু হোক বা অন্য কোনও পশু, কাউকেই হত্যা করা উচিত নয়।’’
যদিও আজম খানের সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজয় পাঠক বলেন, বিজেপিই একমাত্র রাজনৈতিক দল, যে নীতি এবং আদর্শ মেনে চলে। হতাশা থেকেই এসপি নেতা এই সমস্ত কথা বলছেন তোপ দেগে এসপি-র বিরুদ্ধেও সুর চড়ান পাঠক। বলেন, “তাঁর (আজম খান) প্রথমে রামপুরে যাদব (মুলায়ম সিং যাদব)-এর জন্মদিন উৎসবে কত টাকা খরচ হয়েছে, সেই হিসেব নেওয়া উচিত। খান তো নিজেই বলেছিলেন যে ওই টাকা দাউদের থেকে এসেছে।’’
উল্লেখ্য, গত মাসে রামপুরে মুলায়ম সিং যাদবের জন্মদিন অনুষ্ঠানের খরচ প্রসঙ্গে আজম খান বলেছিলেন, “উৎসবের টাকা কোথা থেকে এসেছে, এটা কেন বিষয় হচ্ছে? কিছু এসেছে তালিবান থেকে, কিছু আবু সালেমের থেকে, কিছু দাউদের থেকে, কিছু জঙ্গিদের থেকে এসেছে….,’’

সূত্র: কলকাতা

Tags: