muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মাগুরায় শীতের মৌসুমে মধুমতিতে ইলিশ

magura

মোঃ সোহেল রানা, (মাগুরা জেলা) প্রতিনিধিঃ

শীতের মৌসুমে অসময়ে মাগুরায় মধুমতিতে ইলিশ ধরা পড়ছে। বেশ কয়েক বছর পর শীতের মৌসুমে ইলিশের দেখা পেল জেলেরা।

ইলিশ গবেষকরা বলছেন, জাটকা নিধন রোধ ও মা ইলিশ ধরা বন্ধ থাকায় এই সাফল্য এসেছে। আকারে বড় না হলেও অসময়ে জালে রূপালী ইলিশ পেয়ে খুশি জেলে ও ব্যবসায়ীরা।

জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, সাধারণত বর্ষাকালকে ইলিশের মৌসুম বলা হয়। আর শীত মৌসুমে চলে ইলিশের আকাল। শীতের সময় সারাদিন জাল ফেলেও দেখা মেলে না একটি ইলিশের। হঠাৎ করেই গত দুই সপ্তাহ ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। উৎসাহ নিয়ে নদীতে যাচ্ছেন জেলেরা। বেজায় খুশি নদী পাড়ের মানুষ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০২-২০১৬ইং/মইনুল হোসেন

Tags: