muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সাড়ে ২৬ হাজার শিক্ষকের বিনা বেতনে চাকরির ২৯ বছর!

দেশের ৫ হাজার ৩২৯টি ইবতেদায়ি মাদ্রাসার সাড়ে ২৬ হাজার শিক্ষক ২৯ বছর ধরে সরকারি বেতন-ভাতা ছাড়াই ছাত্রছাত্রীদের লেখাপড়া করাচ্ছেন।

এর বাইরে আরো ১হাজার ৫১৯টি একই ধরনের মাদ্রাসার ছয় হাজারেরও বেশি শিক্ষক মাত্র ১ হাজার টাকা বেতনে চাকরি করছেন।

বিনা বেতনে চাকরি করায় দুর্মূল্যের বাজারে এই ৩৪ সহস্রাধিক শিক্ষক অনেকটাই মানবেতন জীবনযাপন করছেন।

এ অবস্থায় এসব শিক্ষক জাতীয় বেতন স্কেলে বেতন দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। তাদের কর্মসূচি শনিবার শেষ হওয়ার কথা রয়েছে।

এসব শিক্ষক সরকারিভাবে বেতনভাতার দাবিতে বহু আগে থেকেই আন্দোলন কর্মসূচি পালন করছেন।

চলমান কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন।

পরে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন।

Tags: