muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পালিত হল সুলতানুল হিন্দ গরীবে নেওয়াজ খাজা মইনদ্দীন চিশতী আজমেরী আল-হাসান সাঞ্জারী (রাহঃ) কেবলা “ সুলতানুল আউলিয়া হয়রত হাজী খাজা শাহ শরীফ জিন্দানী (রাঃ) ”

মামুনুর রহমান,(পাবনা): নওগাঁ থেকে ফিরে এসে । তিন দিন ব্যাপী ওরশ মোবারক পালিত হল সিরাজগঞ্জ জেলা, তাড়াশ উপজেলা ধীন,নওগাঁতে লক্ষ মুসল্লীদের আগমনে পরিপূর্ণ সেই ভূমি এই উৎসবে নানা ধর্ম, বর্ণ নির্বিচারে অসংখ্য মানুষের উপস্থিতি এক নিদর্শন।

99999

সাম্যবাদী চিন্তার সাথেও যথেষ্ট সাদৃশ্য রয়েছে বহু সংস্কৃতি ও বহুজাতির সমাজ আমাদের এই বাংলাদেশে খুবই সমৃদ্ধ দেশ। মানুষের মানুষের সমপ্রীতির বন্ধনকে আরো সুর্দও করতে এ উৎসব পালন করতে সমাবেত হয়ে থাকেন ।প্রতি বছর ভক্তরা এ উৎসব পালন করতে ভক্ত আশেকান সাধুরা ফিরে যাবেন নিজ নিজি আশ্রমে। আত্তার টানে যেভাবে দুর দুরান্ত থেকে মিলিত হয় ঠিক একই ভাবে সাধন ভজন শেষ সাধুরা ফিরে যাবেন নিজ নিজি আশ্রমে।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০৩-২০১৬ইং/নিঝুম

Tags: