muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ঝড়ের কবলে পড়ে তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

ঝড় ও ভারি বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে। গাছপালা ভেঙে পড়েছে এবং সৈতকে পানির উচ্চতা বেড়ে গেছে। এ ঝড়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মারাত্মক দুর্যোগ নেমে এসেছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং তাসমানিয়ার ওপর দিয়ে এখনো বয়ে যাচ্ছে। এ ছাড়া সিডনির কোলারয় সৈতকে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখানকার কোটি ডলারের বিলাশবহুল কয়েকটি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বাড়িগুলো ধসে যেতে পারে।

তাসমানিয়ায় জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এখানকার সাতটি নদীর পানি উপচে স্থলে ঢুকে পড়ায় বন্যা দেখা দিয়েছে। দুজন বয়স্ক ব্যক্তি নদীতে ডুবে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যানবেরার কাছে নদীর নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েসে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গাড়ি বানের জলে ভেসে গিয়েছিল। পরে দুটি গাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া বিভিন্ন এলাকায় বন্যায় বেশ কয়েকজনের নিখোঁজের পাওয়া গেছে। বেশ কিছু স্থানে বড় ধরনের ভূমিধস হয়েছে।

 

মুক্তিযোদ্ধারকণ্ঠ ডটকম/ ০৬-০৬-২০১৬ ইং/ মোঃ হাছিবুর রহমান

Tags: