muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে হামলার স্থান পরিদর্শন করেন বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
শোলাকিয়া ঈদগাহ্ মাঠে নামাজের পূর্বে ৫০০ গজ দূরে সন্ত্রসী হামলায় নিহত পুলিশ ও সাধারণ জনতা ঝর্ণা রাণী ভৌমিক নিহত হওয়াই তাদের স্মরণে আলোচনা ও ঘটনার স্থল পরিদর্শন করেন ব্যারিস্টার আরশ আলী সভাপতি বাংলাদেশ গণন্ত্রতী পার্টি । প্রো-ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার শহিদুল্লাহ সিকদার এ ছাড়া ও উপস্থিত ছিলেন সাবেক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান রহমান সেলিম, গণতন্ত্রী পার্টির সভাপতি গাজী রইসুল হক মাসু, সহ সভাপতি শরাফত আলী হিরা, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ঢাকার নেতৃবৃন্দ ফরিদ, মুকুল, আক্তার, কিশোরগঞ্জ জেরঅর সভাপতি এডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, শহর শাখার সভাপতি এডভোকেট শাহজাহান আকন্দ, জেলা শাখার সহ সভাপতি গিয়াস উদ্দিন মিলকী আরজু ও শহর শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ প াশ জনের একটি টিম ঘটনার স্থল ও নিহত পরিবারের সাথে দেখা করে ও তাদের সান্তনা দেন। ব্যারিস্টার আরশ আলী বলেন সমাজকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চলছে সা¤্রাজ্যবাদে শক্তি দ্বারা। আগে মাদ্রাসা ছাত্রদেরকে ব্যবহার করে আত্মগাতি, গুপ্তহত্যা, বর্তমানে সম্মুখ হামলা, টার্গেট কিলিং করে মসজিদের ইমাম, হিন্দু ধর্মের সেবায়েত, শিক্ষাবিদ ও বিশিষ্টজনের উপর হামলা করে দেশে ভাবমুর্তি নষ্ট করে কুচক্রিমহল। বর্তমানে জিম্মি করে নতুন কায়দায় হত্যাযজ্ঞ শুরু হয়েছে। আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে এর প্রতিবাদ জানাতে হবে ৬৪ হাজার গ্রামের ৪৬৫টি উপজেলায় তাহলেই সন্ত্রাস নির্মূল হবে।

DSCN1161অন্যদিকে যারা মুসলিম জাতির বিভিন্ন দেশে নিযার্তন করছে তারা হলো ইসরাইল ও আমেরিকা। আপনি সুস্থ মাথায় চিন্তা করলে পাবেন ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, ভেনিজুয়েলা , আফগানিস্তান, ইত্যাদি দেশে  তারা গণতন্ত্রের নামে আগ্রাসনী হামলায় শিশু নারী বৃদ্ধ সাধারণ জনতা হত্যা করে চলছে। আমাদেরকে মতো শান্তিপূর্ণ দেশগুলোকে অস্থির করে তোলার জন্য আলকায়দা, আইএস ও জঙ্গী বিভিন্ন নাটকীয় দল তৈরি করে তাদের দখলদারীর আয়ত্বে নিয়ে আসছে। এজন্য আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। ব্যক্তি স্বার্থে সমস্ত ভেদাভেদ ভুলে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন আগতদের তথ্য নিজ থেকে জানতে হবে।  সন্দেহ হলে রাজনৈতিক উপর মহলে বা পুলিশের দ্বারস্ত হবেন। যারা হামলা করে তারা আকাশ থেকে আসে না। কারো না কারো বাসায় বা নিকটতম এলাকায় অবস্থান করে। আসুন আমার জায়গা থেকে আমি সহযোগিতা করি। মনে রাখবেন বাজারে আগুন লাগলে যেমন এক ঘর পুড়ে না ঠিক তেমনি হামলাকারী হামলা করলে আপনার আমার ভাইকে দেখে করে না। গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীর দ্বারা সকল নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৭-২০১৬ইং/ হাছিবুর রহমান

Tags: