muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

জাজের নজরকাড়া কিশোরগঞ্জের কণ্ঠশিল্পী “সিমুন” এর বর্তমান হালচাল

বিনোদন ডেস্কঃ 

শাহরিয়ার রহমান পাভেল (ভ্রাম্যমাণ প্রতিনিধি): জাকির হোসেন রাজু পরিচালিত এবং জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নিয়তি’ ছবিতে কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাপার গাওয়া জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে’ গানটিতে নতুন করে কন্ঠ দেন বর্তমান সময়ের কন্ঠশিল্পী ন্যান্সি ও ইমরান। এবং ‘নিয়তি’ ছবির প্রচারের অংশ হিসেবে জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক অফিসিয়াল পেইজে এই গানটি খালি গলায় গাওয়ার মাধ্যমে প্রতিযোগী হিসেবে নির্বাচিত হন কিশোরগঞ্জের উদীয়মান কণ্ঠশিল্পী “নুরেন দুর্দানা সিমুন”। পরবর্তীতে বিজয়ী হয়ে গানটিতে আরেফিন শুভর সাথে কন্ঠ দেয়ার সুযোগ পান সেই সিমুন এবং তা জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। যা দেখে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, তাদের পরবর্তী ছবিতে সরাসরি গান গাওয়ার সূযোগ পাবেন এই গায়িকা। 

img_20160916_173858

বর্তমানে কেমন আছেন কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের অহংকার “নুরেন দুর্দানা সিমুন”। জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘মুক্তিযোদ্ধার কণ্ঠে’র সাথে তার একান্ত সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন শাহরিয়ার রহমান পাভেল। নিম্নে তা তুলে ধরা হলো… 

প্রশ্নঃ আপনার পূর্ণ নামটা দিয়েই শুরু করতে চাই এবং নামের অর্থ কি?

উত্তরঃ নুরেন দুর্দানা (দীপ্তিময় জ্যোতি), সিমুন (সমুদ্রের চাঁদ)।

প্রশ্নঃ সংগীত জীবনের শুরুটা কবে হয়েছিল?

উত্তরঃ সারে চার বছর বয়সে।

প্রশ্নঃ আপনার গানের ওস্তাদ কে?

উত্তরঃ জীবনের প্রথম ওস্তাদ আব্দুর রহিম খোকন। বর্তমানে ফয়সাল আঙ্কেল।

প্রশ্নঃ মা,বাবা প্রায়ই বলেন গান বাজনায় পড়াশুনার ক্ষতি হয়। কথাটা কতটুকু ঠিক এবং তা কিভাবে সামলিয়েছেন?

উত্তরঃ এখন পর্যন্ত সেরকম কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি আব্বুর কাছ থেকে।

প্রশ্নঃ প্রথম মঞ্চে উঠার অনুভূতি?

উত্তরঃ শিশু শ্রেণীতে প্রথম মঞ্চে উঠি এবং (ছড়া গান, কবিতা ও কৌতুক) এ প্রথম স্থান অধিকার করি। যার অনুভূতি আজও ভোলার নয়।

প্রশ্নঃ গানের ক্ষেত্রে আজ অব্দি কার প্রেরণা সবচেয়ে বেশি?

উত্তরঃ আব্বু (মোঃ আব্দুল বাতেন) এবং ফুপি।

প্রশ্নঃ জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কোনটি?

উত্তরঃ “অনেক সাধনার পরে” গানের রেকর্ডিং।

প্রশ্নঃ অবসরের প্রিয় সঙ্গি কি?

উত্তরঃ ঘুমের প্রাধান্য সবচেয়ে বেশি। এছাড়া গান, ছবি (পেন্সিল স্কেচ, কার্টুন) ও রান্নাবান্না।

প্রশ্নঃ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেছিলেন তার পরবর্তী ছবিতে আপনি গান পাওয়ার সূযোগ পাবেন, সেক্ষেত্রে কতটুকু এগিয়েছেন এবং কোন চুক্তি হয়েছে কি?

উত্তরঃ আলোচনা চলছে এবং মৌখিক চুক্তি হয়েছে।

প্রশ্নঃ বন্ধুত্ব মানে কি?

উত্তরঃ শেয়ারিং, কেয়ারিং।

প্রশ্নঃ কোন কাজটা আপনার দ্বারা কখনোই সম্ভব না?

উত্তরঃ যেকোন ধরনের খারাপ কাজ।

প্রশ্নঃ জীবনের প্রথম গাওয়া গান কোনটি?

উত্তরঃ ঝিক ঝিক ঝিক ঝিক চলে রেল গাড়ী (ছড়া গান)।

প্রশ্নঃ জীবনের মোড় ঘুরিয়েছে এমন কোন গান আছে কি… এবং কেন?

উত্তরঃ অবশ্যই “অনেক সাধনার পরে” এবং গানটাই এর যথার্থ উত্তর।

প্রশ্নঃ সংগীত জীবনে সবচেয়ে প্রিয় ব্যাক্তিত্ব কে? কাকে অনুসরন করেন?

উত্তরঃ সাবিনা ইয়াসমিন ম্যাডাম।

প্রশ্নঃ সংগীত জীবনের প্রাপ্তি?

উত্তরঃ জীবনে বহুবার পুরষ্কৃত ও সম্মানিত হয়েছি, ময়মনসিংহ বিভাগে সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠানে প্রথম হয়েছিলাম, জাতীয় পর্যায়ে কয়েকবার ঢাকা যাওয়া হয়েছে, বাংলাদেশ টেলিভিশনে এবং চ্যানেল আই তে অনুষ্ঠান করার সূযোগ পেয়েছি।

প্রশ্নঃ কোন ধরনের সংগীত সবচেয় বেশি প্রিয়?

উত্তরঃ আধুনিক মেলোডিয়াস।

প্রশ্নঃ শিক্ষাগত যোগ্যতা?

উত্তরঃ কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজে ইংরেজি বিভাগ থেকে অনার্স চতুর্থ বর্ষে পদার্পণ করলাম।

প্রশ্নঃ কয় ভাই কয় বোন?

উত্তরঃ এক ভাই এক বোন।

প্রশ্নঃ পরিবারের সাথে গানের সম্পৃক্ততা কেমন?

উত্তরঃ আব্বু গুনগুনিয়ে গান গায় এবং পরিবারের প্রায় সকলেই গানের সাথে হালকা-পাতলা ভাবে জড়িত।

প্রশ্নঃ রেগে গেলে কি করেন?

উত্তরঃ যতটা পারি তা দমিয়ে ফেলি। মাঝে মাঝে খাওয়া বন্ধ করি।

প্রশ্নঃ প্রিয় খাবার?

উত্তরঃ বিরিয়ানী এবং মিষ্টি জাতীয় খাবার।

প্রশ্নঃ প্রিয় রঙ?

উত্তরঃ লাল।

প্রশ্নঃ ভবিষ্যৎ স্বপ্ন কি?

উত্তরঃ বিসিএস ক্যাডার হতে চাই অথবা যেকোন প্রতিষ্ঠানের এডমিন প্যানেলে কাজ করতে চাই। পাশাপাশি গানকে সঙ্গি করে আগাতে চাই।

13988065_1073178219385207_5455243318343644668_o

নুরেন দুর্দানা সিমুন সম্পর্কে তার মা এবং বন্ধু মহল থেকে জানা যায়, তিনি ছোটবেলা থেকে খুব শান্ত প্রকৃতির এবং বন্ধুসুলভ। “মুক্তিযোদ্ধার কন্ঠ” পরিবার সিমুনের সার্বিক সফলতা কামনা করে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: