muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে গভর্নমেন্ট এন্ড কন্ট্রাক্টর ফোরাম বা ক্রয় সংলাপ ফোরাম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ 

সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি সুষ্ঠু সরকারি ক্রয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে কিশোরগঞ্জে গভর্নমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ফোরাম বা ক্রয় সংলাপ ফোরাম গঠন করা হয়েছে কিশোরগঞ্জের অতিরিক্তি  জেলা প্রশাসক (সার্ব) তরফদার মো: আক্তার জামীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিটিউ এর মহাপরিচালক মো: ফারুক হোসেন। পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত) প্রকিউরমেন্ট সেন্ট্রাল টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ ), আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয় এর উদ্যোগে রবিবার সকাল ১০টায়  কিশোরগঞ্জ  জেলা প্রশাসক এর কার্যালয়ে এই ফোরাম গঠন আলোচনা সভা অনুষ্ঠিত হয়

2233

এসময় বক্তারা বলেন, ক্রয় সংলাপ ফোরাম সরকারি ক্রয়কারী কন্ট্রাকটরদের মধ্যে মত বিনিময়ের জন্য এক দ্বিপাক্ষিক প্লাটফর্ম। সরকারি ক্রয় প্রক্রিয়ায় ক্রয়কারী কন্ট্রাক্টর সমান গুরুত্বপূর্ণ। যথাসময়ে সফল ভাবে চুক্তি সম্পন্ন করার জন্য উভয় পক্ষের মধ্যে একটি আস্থার সম্পর্ক প্রতিষ্ঠা করা জরুরি। কারন চুক্তিতে দুপক্ষেরই অধিকার দায়িত্ব বিদ্যমান। চুক্তির শর্তের সীমানাকে অক্ষুণ্ণ রেখে ক্রয়কারী কন্ট্রাক্টরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে চুক্তির সফল বাস্তবায়ন সহজতর হয়। সে লক্ষ্যে সিপিটিইউ দেশের সকল জেলায় ক্রয়কারী কন্ট্রাক্টরদের জন্য ক্রয় সংলাপ ফোরাম গঠনে সহায়তা করছে।

44

সংশ্লিষ্ট জেলার কয়কারী প্রতিষ্ঠা সমূহ কন্ট্রাক্টরগণই ফোরামের সদস্য। নির্দিষ্ট সময় পর পর তারা দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। আলোচনার মাধ্যমে সরকারি ক্রয় প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন অস্পৃষ্টতা নিরসন করবেন। এর ফলে ক্রয় কার্যক্রম আরও গতিশীল হবে। সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে উভয় পক্ষের অধিকার দায় পূরণ নিশ্চিত হবে। চুক্তি বাস্তবায়ন হবে সফল আলোচনা সভা শেষে কিশোরগঞ্জে ১৫ সদস্য বিশিষ্ট গভর্নমেন্ট এন্ড কন্ট্রাক্টর ফোরাম বা ক্রয় সংলাপ ফোরাম গঠন করা হয়। জেলা পর্যায়ের ঠিকাদার সরকারি ক্রয়কারী সংস্থার কর্মকর্তারা ফোরামের সদস্য

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: