muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

বিদেশী সিগারেট বিক্রয় ও সচিত্র সতর্কবাণী ব্যতিত সিগারেট বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ 

কিশোরগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১৫ ভঙ্গ করে সচিত্র সতর্কবাণী ব্যতিত সিগারেট বিক্রি এবং অনুমোদনহীন বিদেশী সিগারেট বিক্রির দায়ে দুই দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ০৩ নভেম্বর ২০১৬ খ্রি. বৃহষ্পতিবার মোবাইল কোর্ট পরিচালনাকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১৫ ভঙ্গ করে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ব্যতিত সিগারেট বিক্রয় এর দায়ে মারিয়ার পাঠানকান্দি এলাকার জহুরুল স্টোরকে এক হাজার এবং অনুমোদনহীন বিদেশী সিগারেট বিক্রির দায়ে গাইটালের মনপুরা স্টোরকে পনের হাজার টাকা সহ সর্বমোট ষোল হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: