muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

‘ভাইট্টা গাবর’ ও ‘উত্তরের ভূত‘ কইয়া অবজ্ঞা করার দিন এখন আর নেই : রাষ্ট্রপতি

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ভৈরব ও উজানের লোকজন এক সময় আমাদেরকে ভাইট্টা গাবর ও উত্তরের ভূত কইয়া অবজ্ঞা করতো সেদিন এখন আর নেই। আমরা এখন লেখাপড়া স্বাস্থ্য শিক্ষা যোগাযোগে তাদেরচে কোন অংশে কম না। বরং কোন ক্ষেত্রে তাদেরকেও ছাড়িয়ে গেছি। শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে লেখাপড়ার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি অপরিহার্য পন্থা। জনগণ দুর্নীতিমুক্ত থাকলে সরকারী চাকুরীজিবীরাও দুর্নীতী করতে পারবে না।

তিনি সোমবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অবস্থিত সরকারী রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ মাঠে আয়োজিত কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন।

স্থানীয় সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মোঃ আফজাল হোসেন এমপি, অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, কলেজের অধ্যক্ষ  ইসলাম উদ্দিন, ইটনা উপজেলার চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী  ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রভাষক রোকন মকবুল প্রমুখ।

এর আগে ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ ও ইটনা মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করেন তিনি।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: