muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ 

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহ সুন্দর মন, গড়ে তুলে উন্নত জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ ১৬ মার্চ সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কুলিয়ারচর ডিগ্রী কলেজের অধ্যক্ষ,মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ সালাহ উদ্দিন ও রাজু আহম্মেদ ,লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন, বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির , বড়চারা আব্দুুল্লাপুর আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, সালুয়া এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু চন্দ্র সূত্রধর, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ আব্দুল খালেক, মোঃ মহিউদ্দিন ভূইয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন চুন্নু, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ নিপা আহমেদ, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইসলাম উদ্দিন ও আব্দুর রহমান শুভা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা,স্কাউট ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত প্রদর্শন শেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্টানের শেষের দিকে মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তুলেন বিদ্যালয়ের একঝাক ছাত্রী । ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৪০ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ ফেরদৌস আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন, বিদ্যালয়েল সহকারি শিক্ষক উম্মে রুমান ও মোঃ নাজিম উদ্দিন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: