muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে পদ্মায় নৌকা ডু্বে ৪জন নিখোঁজ

পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর পদ্মায় ‍কালবৈশাখীর কবলে পড়ে নৌকা ডুবিতে চারজন নিখোঁজ হয়েছে। রোববার রাত ৭টার দিকে কালবৈশাখীর নগরের দরগাপাড়া এলাকায় পদ্মা এ নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।

নিখোঁজরা হলেন, নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮), খানপুরের আসাদুল (৪৫)। তবে অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, একটি ছোট নৌকায় ছয়জন পদ্মার মাঝের চর থেকে নগরীর বড়কুঠি ঘাটে ফিরছিল। পদ্মার মাঝখানে ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে যায়। দরগাপাড়ার রকিসহ দুইজন সাতার কেটে পাড়ে চলে আসলেও চারজন নিখোঁজ হন। রাত থেকে তাদের পদ্মা খোঁজা হচ্ছে। সকাল থেকে দমকল বাহিনীর ডবুরীরা কাজ করছে বলে জানান তিনি।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহীর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। যার গতিবেগ ছিল ঘন্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। ঝড়ের সাড়ে ভারি বর্ষণ হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৬ মিলিমিটার।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-মে-২০১৭ইং/নোমান

Tags: