muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন করেছেন মির্জা ফখরুল

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট:

দেশে আইনের শাসন নেই, প্রধান বিচারপতির এ বক্তব্যকে সমর্থন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তিনি।

তিনি বলেন, ‘বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করায় দেশে আজ জনজীবনের নিরাপত্তা নেই। কোথাও আইনের শাসন নেই।’

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির প্রাক্তন সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে ‘পিন্টু স্মৃতি পরিষদ’।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বাংলাদেশে প্রধান বিচারপতির কথা ফাঁস হয় এবং বেশি কথা বলতে হয়, কারণ এ দেশে আইনের শাসন নেই।’

প্রধান বিচারপতির ওই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সংসদে বলেন, ‘জানি না, প্রধান বিচারপতি কীভাবে বললেন, দেশে আইনের শাসন নেই? বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই একজন নেত্রীকে (খালেদা জিয়া) আদালত ১৪০ দিন সময় দিয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই এই সময় দেওয়া হয়েছে, নইলে তো দিতে পারত না।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, দেশে বিচার বিভাগের স্বাধীনতা ও বাকস্বাধীনতা বিদ্যমান। দেশের গণমাধ্যমও সম্পূর্ণ স্বাধীন।’

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সূত্র ধরে মির্জা ফখরুল বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) তো জানবেনই না। কারণ, এই আইনের শাসন তিনিই ধ্বংস করেছেন। বিচার বিভাগের স্বাধীনতা তিনিই হরণ করছেন। যে কারণে আজকে বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে নেই, স্তস্তিতে নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন যা বলছে সেটাই আইন, সেটাই বিচার হয়ে যাচ্ছে। কখনো কল্পনাও করতে পারিনি যে, বাংলাদেশে গণতন্ত্র বলে কিছুই থাকবে না। সরকারের স্বৈরাচারী নীতির কারণে গোটা দেশ আজ হতাশ।’

অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করে জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন বিএনপির এই নেতা।

আওয়ামী লীগের দুঃশাসনে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, এ অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। ভবিষ্যত স্বপ্ন নেই। তাই আজকে যতই উন্নয়নের ফিরিস্তি দেওয়া হোক না কেন তাতে কোনো লাভ হবে না।’

সরকার মামলা-মোকদ্দমা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখতে চায়, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি হারিয়েছে আওয়ামী লীগ। জনগণকে দেওয়ার মতো তাদের আর কিছু নেই। সেজন্য আজকে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে সেই বন্দুক-অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

হাওর অঞ্চলে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ক্ষমতাসীনরা অনিয়ম-দুর্নীতি করছে, অভিযোগ করে তিনি বলেন, ‘হাওর অঞ্চলে হাহাকার চলছে। মানুষের খাবার নেই। ভবিষ্যতে তারা কী করবে তা নিজেরাই জানে না। হাওর অঞ্চলে খাদ্যের অভাব দেখা দিচ্ছে। হাওরবাসী দিশেহারা। তারপরও সরকার উন্নয়ন, উন্নয়ন বলে যাচ্ছে। যেন বাংলাদেশের মানুষের আর কিছুর প্রয়োজন নেই।’

নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে বিএনপির ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

সংগঠনের সভাপতি সাঈদ হোসেন সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সহধর্মিনী নাসিমা আক্তার কল্পনাসহ লালবাগ থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা।

Tags: