muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় উদ্ধার পেলো বিড়াল ছানা

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতায় রক্ষা পেলো একটি বিড়াল ছানার জীবন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পাঠানপাড়া এলাকায়।

জানা গেছে, পাঠানপাড়া এলাকায় সাংবাদিক রফিকুল হাসান ফিরোজের স্ত্রী ডা: আয়েশা সিদ্দিকা খুকু বাড়িতে বিড়াল পুষেন। কয়েকদিন আগে সে বিড়ালের বাচ্চা হয়। সে বাচ্চা দ্বোতালা বাড়ির ছাদে খেলতে খেলতে ছাদের পানি পড়ার পাইপের মধ্যে পড়ে যায়। অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করতে না পেরে রফিকুল ইসলাম ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ- পরিচালক নুরুল ইসলাম ও সহকারী পরিচালক আহসানুল কবিরের নির্দেশনায় লিডার (ডুবুরী) নুরুন্নবী ও ফায়ারম্যান মতিউর ছাদের সঙ্গে পাইপের সংযোগ কেটে মাটি থেকে পাইপটি তুলে বিড়ালটিকে তাজা অবস্থায় উদ্ধার করে ও একটি বিড়াল ছানা মৃত অবস্থায় উদ্ধার করে। তবে মৃত বিড়াল ছানাটি দুই একদিন আগে পড়ে গিয়েছিলো কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি। পরে বিড়াল ছানাটি ডা: আয়েশা সিদ্দিকার হাতে বুঝিয়ে দেয়া হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: