muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে বিকাশ প্রতারকচক্রের কবলে টাকা খুইয়েছেন এক গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: 

কিশোরগঞ্জে বিকাশপ্রতারকচক্রের কবলে পড়ে টাকা খুইয়েছেন এক গ্রাহক। জানা গেছে ০১৯৭৭৭৫৪১৮৬ থেকে বিকাশ গ্রাহক আমিনুল হক সাদীর ০১৭২৪-৯৯৪৫৮৫ নাম্বারে গত রবিবার ঢাকা থেকে ১৫,০০০/-(পনের হাজার টাকা) প্রেরণ করে। সোমবার দুপুরে ০১৮৪৫-১৫৪৩৮৭ নাম্বার থেকে সাদীকে ফোন করে বলে ভুল ক্রমে আপনার এখানে আরও অতিরিক্ত ১৫,০০০/- (পনের হাজার টাকা) চলে গেছে। সাদী ব্যলেন্স চেক করে অতিরিক্ত কোন টাকা আসে নাই বলে জানায়। পরে ওই নাম্বার থেকে আবার বলে কোন ম্যাসেজ আসলে তাকে জানাতে ও দয়া করে টাকাগুলো পাঠিয়ে দিতে অনুরোধ করে। ওই সময় ০১৭৭৫-৫৩৮৮৪৩ নাম্বার থেকে ৯ হাজার ৯ শত ৯০ টাকার একটি ম্যসেজ সাদীর নাম্বারে আসলে সেই ব্যক্তি ফোন করে বলে যে, স্যার আপনার এখানে আমার নাম্বার থেকে ৯৯৯০ টাকা আপনার ফোনে ভুলে চলে গেছে। দয়া করে টাকা গুলো ০১৮৬২-১১৬৬১২ নাম্বারে পাঠিয়ে দিতে বললে সাদীও মোবাইলের ব্যালেন্স না দেখে সেন্ড মানি করে টাকা গুলো পাঠিয়ে দেয়। পরে সাদীর ব্যলেন্স চেক করে জানতে পারে তার একাউন্টে কোন টাকা নাই। এদিকে ০১৮৪০-২৫৯১০৭ বিকাশ অফিসের নাম ভাঙ্গিয়ে বলে স্যার আপনার টাকা গুলো একাউন্টেই আছে যা আউট গুয়িংয়ে জমে আছে, আজ আর হবে না তাই আগামী কাল আরও ১০,০০০ টাকা যোগ হলেই ব্যলেন্স দেখতে পারবেন বলে সংযোগ কেটে দেয়। বিষয়টি কিশোরগঞ্জ রথখলাস্থ বিকাশ পয়েন্ট কাস্টমার সার্ভিসকে জানালে তারাও কোন সদুত্তোর দিতে পারেনি। তবে বিকাশের ১৬২৪৭ নাম্বারে ফোন করে জানা যায় ০১৮৬২-১১৬৬১২ নাম্বার থেকে সাদীর মোবাইলে কোন টাকাই আসেনি। এ বিষয়ে ভূক্তেভোগী গ্রাহক আমিনুল হক সাদী বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (৮৭১ তাং ১৫.৫.১৭ ইং) দায়ের করেছেন। ০১৯৭৭৭৫৪১৮৬ বিকাশ এজেন্টের সাথে যোগাযোগ করা হলে বলেন আমরা গ্রাহকদেরকে টাকা পাঠানোর সময় সতর্ক করে দেই। কিন্ত তারা সতর্ক না হলে আমাদের কি করার আছে। এদিকে ওই প্রতারকচক্রের নাম্বারগুলেতে বার বার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: