muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

সোনিয়া-মমতা বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও বৈঠকের আগে এই বিষয়ে কথা বলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস।

গতকাল সন্ধ্যায় তৃণমূল নেত্রী জানান, ‘আমি তো এখনও অন্ধকারে৷ আগে আলোচনা হোক, তারপর তো এই নিয়ে বলতে পারব।’ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরে কংগ্রেসের পর তৃণমূলের ভোটই সবচেয়ে বেশি।

যদিও ঘনিষ্ঠ মহলকে মমতা জানিয়েছেন, তিনি বিজেপির বিরুদ্ধে সর্বসম্মত বিরোধী প্রার্থী দেওয়ার পক্ষপাতী। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোকে একজোট করার যে কৌশল কংগ্রেস নিয়েছে, সেটাতে পূর্ণ মদত জোগাতে চান তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে এখনও কংগ্রেসের প্রথম পছন্দ গোপালকৃষ্ণ গান্ধী৷ মীরা কুমারের নামও রয়েছে তাদের তালিকায়৷ তবে বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য ওই পদে বসতে পারেন কিনা, সেটা খতিয়ে দেখে নিতে চান মমতা৷

আসন্ন নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি কাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে চায়, তা এখনও স্পষ্ট করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের কৌশল হলো, আগে মোদি তার পছন্দের প্রার্থীর নাম জানাবেন, তারপর বিরোধী প্রার্থীর নাম জানানোর কথা আসবে৷

নীতীশ কুমার, সীতারাম ইয়েচুরি, মায়াবতী, অখিলেশ যাদব, মুলায়ম যাদব, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, করুণানিধি, স্ট্যালিন, ডি রাজার মতো বিরোধী নেতাদের সঙ্গেও সোনিয়া কিংবা রাহুল এরইমধ্যে কথা বলা শুরু করেছেন।

কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা পর অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গেও রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ঘরোয়া ভাবে বৈঠক করতে পারেন সোনিয়া৷

এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে মমতা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলেছেন৷ ওমর আবদুল্লাহসহ বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে যোগাযোগ রেখেছে তৃণমূল৷ সীতারাম ইয়েচুরিও একই ভাবে বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৬-মে-২০১৭ইং/নোমান

Tags: