muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুরে মুগ ডালের মাঠ দিবস

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক:  

হোসেনপুরে রাজস্ব খাতের অর্থায়নে উন্নত জাতের প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারনের আওতায় বারি মুগডাল-৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার চরবিশ্বনাথপুর ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, এসএপিপিও মোঃ আজহারুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কৃষক, বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, স্বল্প সময়ে অধিক ফলনের জন্য বারী মুগ ডাল-৬ একটি কাঙ্খিত জাত যা অল্প সময়ের মধ্যে ৩ বার পর্যন্ত সংগ্রহ করা যায় এবং এটি একটি উচ্চ ফলনশীল জাতের ফসল। ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে এ জাতটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: