muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

সংসদের মুলতবি বৈঠক শুরু, বৃহস্পতিবার বাজেট পাস

অর্থনৈতিক রিপোর্ট :

টানা পাঁচদিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি বৈঠক বুধবার বিকেলে শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

ঈদ পরবর্তী বৈঠকে এমপিরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন। বৈঠকের শুরুতে স্পিকার সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হওয়ার পর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

চলমান দশম জাতীয় সংসদের ১৬তম বাজেট অধিবেশন ৩০ মে শুরু হয়। ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেট পেশ করেন। পরে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়।

২২ জুন সংসদের বৈঠক মুলতবি করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বাজেট পাস হবে। এ অধিবেশন ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮জুন২০১৭ইং/নোমান

Tags: