muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুরে অতিরিক্ত দামে আমন ধানের বীজ বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক ।।

অতিরিক্ত দামে কৃষকের কাছে আমন ধানের বীজ বিক্রি করার দায়ে হোসেনপুরের মেসার্স সততা বীজ ভান্ডারের মালিক ইব্রাহীম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১জুলাই) বিকেল ৫টা দিকে হোসেনপুর সদর বাজারের পশ্চিমপট্টি এলাকার মেসার্স সততা বীজ ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবদুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১০ কেজির বস্তা আমন ধানের বীজ সরকার নির্ধারিত প্রতি বস্তা ৩শ ৪০টাকা বিক্রি না করে ৭শ টাকা থেকে সাড়ে ৭শ টাকায় বিক্রি করছিলো মেসার্স সততা বীজ ভান্ডার। এ খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ্য আদালত। এসময় ধানের বীজ ক্রয় করতে আসা কৃষকরাও উপস্থিত ছিলেন। পরে ঘটনার সত্যতা পেয়ে মেসার্স সততা বীজ ভান্ডারের মালিক ইব্রাহীম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-০৭-২০১৭ইং/ অর্থ 

Tags: