muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে খালেদা

রাজনৈতিক রিপোর্ট :

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে চেয়ারপারসনের লন্ডনে অবস্থানকালীন সময়ে দলের ভূমিকা কী থাকবে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সদস্যপদ সংগ্রহ অভিযানের পাশাপাশি নানা কর্মসূচির মা্ধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত রাখার নানা দিক নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে রওনা করবেন খালেদা জিয়া। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, গৃহকর্মী ফাতেমা তার সঙ্গে যাবেন। পবিত্র ঈদুল আজহার পর খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানা গেছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩জুলাই২০১৭ইং/নোমান

Tags: