muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

শাহবাগে ইমরান এইচ সরকারের উপর হামলা

ঢাকা:  বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে মানববন্ধন করার সময় দুষ্কৃতিকারীদের মারধরের শিকার হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

‘কিসের বন্যা দেশে কোনো বন্যা নেই’ বলে পাথর ও লাঠিসোটা নিয়েদুষ্কৃতিকারীরা তাদের ওপর হামলা শুরু করে বলে ইমরান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে মানববন্ধন করছিলেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসময় দুষ্কৃতিকারীরা সেখানে এলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় কয়েকজন দুষ্কৃতিকারীরা হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করে।

এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। তারা বলে কিসের বন্যা দেশে কোনো বন্যা নেই। এই বলে পাথর ও লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়।

আহত সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইমরান জানিয়েছেন।

এ ব্যাপারে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমরান এইচ সরকার।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-আগস্ট২০১৭ইং/নোমান

Tags: