muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুরে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষকদের স্মারকলিপি প্রদান

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক :

বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে শ্রেণিকক্ষে ধর্ষনের প্রতিবাদে হোসেনপুরে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।

হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের নিকট প্রধানমন্ত্রী বরাবরে লিখিত এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আতাউল বারী, শিক্ষক নেতা আলাউদ্দিন, মোহাম্মদ আরব আলী. মো. জালাল উদ্দিন, শফিকুল ইসলাম মন্টু, মাওলানা আব্দুস সালাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান. তৌফিকুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে এধরণের পাশবিক নির্যাতনের সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকার প্রধানের কাছে দাবী জানানো হয়।

Tags: