muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

ভোরের আলো সাহিত্য আসরের ৪৪০ তম সাহিত্য সভায় আসরের প্রতিষ্ঠাতা রেজার জন্মদিন পালন

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৪৪০ তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত সাহিত্যসভায় সভাপতিত্ব করেন আসরের সভাপতি নাট্যকার মো.আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো.নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিআরডিবির নারায়নগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া।

আলোচক ছিলেন আসরের প্রতিষ্ঠাতা মো.রেজাউল হাবীব রেজা, বেতার ও টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল, কবি খন্দকার মো.আব্দুল মান্নান। সাহিত্যসভায় আসরের প্রতিষ্ঠাতা মো.রেজাউল হাবীব রেজার ৪৯ তম জন্মদিন পালন করা হয়। এতে শিল্পীরা গান পরিবেশন করেন, কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং অতিথিরা বই উপহার দেন প্রতিষ্ঠাতাকে। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন,আসরের সহষবাপতি কবি ও ব্যাংকার মো.মোতাহার হোসেন,প্রভাষক মোবারক হোসেন খান,শিল্পী মাহফুজ আহমেদ,আসরের নারী বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ খানম,চুমকী আক্তার প্রমুখ।

পরে আসরের প্রতিষ্ঠাতা মো.রেজাউল হাবীব রেজার জন্ম দিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।

 

Tags: