muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গোবিন্দগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৫ম শ্রেনীর ছাত্রী মরিয়ম

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো ৫ ম শ্রেনীর ছাত্রী মরিয়ম (১১)।
ঘটনাটি ঘটেছে গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের ভাগগোপাল গ্রামে।
জানা যায় উপজেলার ভাগগোপাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ ম শ্রেনীর ছাত্রী মরিয়ম খাতুন (১১) সাথে একই ইউনিয়নের বারটিকরি গ্রামের নয়ন শেখ (৩০) এর পারিবারিক ভাবে মঙ্গলবার বিয়ের দিন ধায্য করা হয়।
পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক বিয়ের জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু শুভ কাজে বাধ সাজে স্থানীয় সচেতন এলাকাবাসী ও উপজেলা প্রশাসন।
খবরপেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার ও সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলমের নেতৃত্বে বাল্য বিয়ে অনুষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা বর চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তৃতীয় শ্রেনীর কর্মচারী নয়ন কে আটক করে নিয়ে যায় এবং কনে মরিয়ম (১১) অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬-০৯-২০১৭ইং/ অর্থ 

Tags: