muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানবন্ধন

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) থেকে।। সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ, ভৈরব উপজেলা শাখার শিক্ষকরা।

এতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

আজ রোববার দুপুর ১১টার সময় ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব দুর্জয় মোড় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উপস্থিত বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার ৩ শতাংশ বাস্তবায়ন করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আর ৯৭ শতাংশই বাস্তবায়িত হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা।

এই পরিস্থিতিতে বেসরকারি ও সরকারি-শিক্ষা ব্যবস্থার এমন বৈষম্যমূলক স্তর অগ্রহনযোগ্য। যা বর্তমান শিক্ষাবান্ধব সরকার বুঝতে পেরেছেন। যেজন্য সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্বাধীনতা শিক্ষক পরিষদের দাবি, খণ্ড খণ্ড নয়-দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে জাতীয়করণ করা হোক।

স্বাধীনতা শিক্ষক পরিষদ, ভৈরব উপজেলার শাখার সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে মানবন্ধনের বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ মাদ্রাসা ইউনিটের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী জহিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন, মো. নাছির উদ্দিন, মাওলানা তৌহিদুল ইসলাম সহ আরো অনেকে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-০৯-২০১৭ইং/ অর্থ

Tags: