muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ব্লু হোয়েল গেমের ব্যাপারে তদন্ত শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে নতুন আতঙ্ক ব্লু হোয়েল গেমের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে অবহিত করা হয়েছে। তারা তদন্ত প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লু হোয়েল বিষয়ে একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন আমার দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে বিটিআরসির পাশাপাশি গোয়েন্দারাও তদন্ত শুরু করেছে।

তিনি আরো বলেন, গেমটি একটি নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট গ্রাহকরা সহজেই পেয়ে যাচ্ছেন। এ গেমের বেশিরভাগ ব্যবহারকারী শিশু-কিশোর। মূলত তাদের ভেতর এ গেম খেলার প্রবণতা দেখা দিয়েছে। তবে গেমটি যদি আসলেই সামাজিকভাবে বিরূপ প্রভাব ফেলে তাহলে অবশ্যই তদন্তপূর্বক তা বন্ধেরও ব্যবস্থা নেওয়া হবে।

Tags: