muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় পিএসসির দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, পাকুন্দিয়া সংবাদদাতা : আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ১০নং সুখিয়া ইউপির ১নং চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় ইংরেজির মাধ্যমে পিএসসির দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যা চলবে দুপুর ১: ৩০ মিনিট পর্যন্ত। সর জমিনে গিয়ে দেখা যায় ১নং চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথা সময়ে ৬টি কক্ষে ৮জন কক্ষ পরিদর্শকের দায়িত্বে ২২৯জন শিক্ষার্থী নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময় হল সচিবের দায়িত্বে ছিলেন জনাব মোঃ নাজমুল হক- প্রধান শিক্ষক ১নং চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হল সুপারের দায়িত্বে ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ- প্রধান শিক্ষক চরপলাশ শাহ রইছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী হল সুপারের দায়িত্বে ছিলেন জনাব মোঃ আজহারুল ইসলাম- প্রধান শিক্ষক উত্তর সুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন সোনিয়া জাহান- সহকারী শিক্ষিকা ২নং চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছাঃ সালমা আক্তার- সহকারী শিক্ষিকা সুখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারিয়া ফেরদৌস- সরকারি শিক্ষিকা ১নং চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহবুর রহমান- সরকারী শিক্ষক ঠুটারজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়,  শামসুন্নাহার- সহকারী শিক্ষিকা ঠুটারজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাসরিন সুলতানা- সরকারি শিক্ষিকা চরপলাশ শাহ রইছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশরাফ উদ্দিন ও আঃ হাই- সহকারি শিক্ষক উত্তর সুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই সময়ে হরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬০জন শিক্ষার্থীসহ পাকুন্দিয়ার প্রতিটি ইউনিয়নে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-অক্টোবর২০১৭ইং/নোমান

Tags: