muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাইবান্ধায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা: “কন্যা শিশুর জাগরন, আনবে দেশে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় গত ১৩ অক্টোবর, শুক্রবার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। জাতীয় কন্যা শিশু দিবস ২০১৭ উপলক্ষে আজ সকাল ৯.০০ টায় আদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে মানবন্ধনের আয়োজন করা হয়।
আজকের এই কন্যা শিশু দিবসের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গৌতম চন্দ্র পাল , জেলা প্রশাসক, গাইবান্ধা।
এছাড়া মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা। জনাব এবিএম সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান প্রমুখ।
সহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
পরে মানবন্ধন শেষে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কন্যা শিশু সমাবেশ, দেশের গান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-অক্টোবর২০১৭ইং/নোমান

Tags: