muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। আজ ১৫ অক্টোবর ২০১৭ খ্রি. রবিবার কিশোরগঞ্জে ইঁদুর নিধন অভিযান ২০১৭ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল, পৌর মেয়র মাহমুদ পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপ-পরিচালক, ডিএই, কিশোরগঞ্জ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান এর উপস্থিতিতে ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামিল বলেন, আমন ও বোরো ধানের ইঁদুরের উপদ্রব ব্যাপক আকারে দেখা যায়। এদেরকে সুকৌশলে নিধন করে শস্য উৎপাদন নিশ্চিত করে লক্ষ্য অর্জনে স্বপ্ন পূরণ হবে। অন্যথায় ধান কেটে মুকুলেই নষ্ট করে দেয়। ইঁদুর নিধনের কৌশলগুলি অবলম্বন করে নিয়ন্ত্রণ করাই আমাদের একমাত্র লক্ষ্য। আজকের দিনের মূল উদ্দেশ্য হলো কৃষকদেরকে ইঁদুর নিধনের কৌশলগুলো সম্পর্কে অবগত করা।

Tags: