muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

সজীব আহমেদ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও মেয়াদ নিয়ে নয়চয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ অষ্টোবর (আজ) বুধবার বিকালে ভৈরব র্যাব-১৪ মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও এএসপি জুয়েল চাকমা’র সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ ও ভৈরব সহকারী(ভূমি) কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভৈরব বাজার ও ঘোড়কান্দা,পঞ্চবটি এলাকা ৪ ব্যবসা প্রতিষ্ঠান আল-আমিন সেমাই ফ্যাক্টরি,মুন্না চানাচুর,বোরাক চানাচুর ফ্যাক্টরি ও রহিম বেকারিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেমাই ও চানাচুর উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ৫ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ক্ষতিকর খাদ্য ধ্বংস করা হয়।

Tags: