muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

অন্তিম মুহূর্তের গোলে রাশিয়াকে হারানোর স্বাদ পেল আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্ট ।। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ শুরুর আগেই স্বাগতিক রাশিয়াকে হারানোর স্বাদ পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সার্জিও আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে রাশিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

মস্কোর এস্তাদিওন লুজনিকিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে স্বাগত জানায় রাশিয়া। শেষ মুহূর্তের নাটকীয়তায় বিশ্বকাপ নিশ্চিত করার পর এবার প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোরা।

আজ সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে অধিকাংশ সময় বলের দখলে থাকলেও গোল পেতে ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। তারকা সমৃদ্ধ দল নিয়ে শেষ সময়ের গোলে কোনো রকম জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় আর্জেন্টিনা।

দীর্ঘদিন পর আজ গোল পেয়ে আর্জেন্টিনার জার্সিতে গোলখরা কাটিয়েছেন সার্জিও আগুয়েরো। ২০১৬ সালের জুনের পর থেকে আর্জেন্টিনার হয়ে গোল পাননি তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে নিলেও দেশের জার্সিতে গোল যেন সোনার হরিন হয়ে গিয়েছিল তার জন্য। তবে আজ দলের গুরুত্বপূর্ণ সময়েই গোল করে গোলখরা কাটালেন আগুয়েরো।

রাশিয়ার বিপক্ষে শুরুতে প্রীতি ম্যাচের স্কোয়াডেই ছিলেন না আগুয়েরো। তবে মাউরো ইকার্দির হাটুর ইনজুরির কারণে দলে ডাক পান সিটিজেন এ তারকা। গোলশূন্য প্রথমার্ধের পর আজ ম্যাচের ৮৬ মিনিটেই কাঙ্খিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ডান দিক থেকে ডি মারিয়ার সহায়তায় হেডে রাশিয়ার জালে বল পাঠান আগুয়েরো। শেষপর্যন্ত এ গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Tags: