muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জামায়াতে ইসলামীর চিহ্নিত নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না

ডেস্ক রিপোর্ট ।। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চিহ্নিত নেতাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাইকোর্টের আদেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করার কার্যক্রম বন্ধ আছে। যুদ্ধাপরাধের দায়ে তাদের অনেকের বিচার হয়েছে। তাদের যদি কোনো সংসদ সদস্য বা কোনো নেতা অন্য কোনো দলের হয়ে বা স্বতন্ত্রভাবে নির্বাচনে আসে, সেটা গ্রহণ করবেন কি না? এ প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, সেটা আমি কেমন করে বলব? তবে জামায়াতে ইসলামীর চিহ্নিত যারা আছে তাদেরকে আমরা নির্বাচনে গ্রহণ করব না।

তিনি আরো বলেন, স্বতন্ত্র হিসেবেও যদি জামায়াতের কেউ নির্বাচনে আসতে চায় তাহলে নির্বাচন কমিশনের মিটিংয়ে ইনডিভিজুয়ালি তাদের বিষয়টা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। একজন একটা ধুয়া তুলল যে, এটা জামায়াতের লোক, তাহলে সেটার বিষয়ে আমি কেমন করে বলব। কোনো অভিযোগ পেলে সেটি কমিশন আগে পর্যালোচনা করে দেখবে। জামায়াতের সবাই তো চিহ্নিত না। যারা চিহ্নিত তাদেরকে অবশ্যই নির্বাচনে গ্রহণ করা হবে না।

Tags: