muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আখাউড়ায় এক ইটভাটার মালিকের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। আখাউড়ার উপজেলার পার্শ্ববর্তী বিজয়নগরের সিঙ্গারবিলে আজ সোমবার সকালে এক ইটভাটায় সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ইটভাটার মালিকসহ অন্তত পক্ষে ৭ জন আহত হয়েছে। হামলাকারীরা দুটি মোটরসাইকেল ভাংচুরসহ ইটভাটায় ব্যাপক ভাংচুর করে। আহত ইটভাটার মালিক ছগির মিয়া আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ছগির মিয়া আখাউড়া পৌরশহরের ০১ নং ওর্য়াডের দূর্গাপুর গ্রামের বাসিন্দা।  সে  এ. ছগির ব্রিকস ইট ভাটার মালিক।খোঁজ নিয়ে জানা যায়, ছগির মিয়া সিঙ্গারবিল এলাকায় ইট ভাটা দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সিঙ্গারবিল ইউনিয়নের আবু মেম্বারের নেতৃত্বে এক শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ইটভাটায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ছগির মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। হামলায় বাবুল, রাজিব, হানিফসহ আরও অন্তত ৭ জন আহত হয়।
হামলাকারীরা মোটর সাইকেল ভাংচুর করে, গুড়িয়ে দেয় হাজারখানেক ইট। বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুত সংযোগের তার। ভেঙ্গে ফেলে ইটভাটায় স্থাপিত দুটি সিসি ক্যামেরা। এই সময় ইটভাটায় কর্মরত শ্রমিকেরা দৌড়ে গিয়ে আত্মরক্ষা করে। প্রায় এক ঘন্টা ঝটিকা হামলা চালিয়ে হামলাকারীরা স্থান ত্যাগ করে।ইটভাটার মালিক ছগির মিয়া বলেন, সিঙ্গারবিল ইউনিয়নের আবু মেম্বারের নেতৃত্বে এক শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে  আমাদের উপর হামলা করেছে।

Tags: