muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

আনিস মিয়া , ময়মনসিংহ সদর ।। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ সদর এর উদ্যোগে আজ ২৩ নভেম্বর ২০১৭ সনাক পর্যায়ের ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যদের জন্য শহরের মুসলিম ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন ও প্রচারণা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টায় এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সনাক, ময়মনসিংহ সদর এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস উপকমিটির যুগ্ম আহবায়ক – তসলিম উদ্দিন আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, তথ্য জানার অধিকার মানুষের অন্যান্য মৌলিক অধিকার পূরণের চাবিকাঠি, টেকসই উন্নয়ন এবং সুশাসনের পূর্বশর্ত। স্বচ্ছ, জবাবদিহিতাপূর্ণ ও জন অংশগ্রহণমূলক কল্যাণকামী শাসনব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য আর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। এ লক্ষ্যে তিনি ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যদের বিভিন্ন উদ্যোগ গ্রহন করে যথার্থ প্রচারণা চালাতে আহ্ববান জানান। দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন টিআইবি প্রোগ্রাম ম্যানেজার মো: মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী। প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি প্রদানের পাশাপাশি সারা বিশে^ ও উপমহাদেশে তথ্য অধিকার আইন প্রণয়নের ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয়। এ সময় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের তথ্যপ্রাপ্তির আবেদন ফরম পূরণ করিয়ে অনুশীলন করানো হয় এবং তথ্যপ্রাপ্তির চাহিদা সৃষ্টিতে তারা কি ধরণের ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী ৩৪ জন ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন ইয়েস দলনেতা মো: জাকিরুল ইসলাম।

Tags: