muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মিয়ানমারে রোহিঙ্গারা বৈধ নাগরিক হিসেবে নিরাপদে বসবাস করবে, আশা রাষ্ট্রপতির

কক্সবাজার ।। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা বৈধ নাগরিক হিসেবে নিরাপদে বসবাস করতে পারবে বলে আশা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ আশার কথা জানান।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ তৈরি করবে। আন্তর্জাতিক মহলের যে তৎপরতা তা থেকে মিয়ানমার অবশ্যই এটা করবে। বাংলাদেশ মানবিক বিবেচনায় এদের আশ্রয় দিয়েছে। মানবিক বিবেচনায় এদের মিয়ানমার ফেরত পাঠাবে।

রাষ্ট্রপতি দু’দিনের সফরে রোববার কক্সবাজার এসেছেন। তিনি বেলা ৩টার একটু আগে হেলিকপ্টারে উখিয়ার ইনানীর হেলিপ্যাডে উপস্থিত হন। এরপর বিকেল ৪টার আগে পৌঁছেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি এক ঘণ্টা সময় কাটান।

তিনি রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম, মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। রাষ্ট্রপতি ইনানীর রয়েল টিউলিপে রাত্রিযাপন করবেন এবং আগামীকাল সোমবার কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতসংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়াম (আইওএনএস)-এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার (আইএমএমএসএআরএফইএক্স-২০১৭) উদ্বোধন করবেন।

Tags: