muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রহস্যজনক চুরি

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ল্যাব হতে ৪০ টি কম্পিউটারের প্রয়জনীয় হারডিক্স ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এ নিয়ে থমথমে পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয় জুড়ে।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ডা. শফিউল আলম জানান আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের মাধ্যমে তিনি পরিসংখ্যান বিভাগের ল্যাবে চুরির ঘটনাটি অবগত হয়েছি। পরে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ সিজার লিষ্টের মাধ্যমে অনুষন্ধান করে জানান পরিসংখ্যান বিভাগের ল্যাব হতে ৪০ টি কম্পিউটারের প্রয়জনীয় হারডিক্স ও যন্ত্রাংশ নেই।
ল্যাবের দায়িত্ব কর্মকর্তা ডা উত্তম কুমার মজুমদার জানান কম্পিউটারের প্রয়জনীয় যন্ত্রপাতি সহ সিসি টিভি ক্যামেরার ভিডিও রেকর্ডিং যন্ত্রাংশ নিয়ে যায় চোরোরা।
এ ঘটনায় বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার  প্রফেসর ডা. শফিউল আলম কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বিকার করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) ফারুক ইসলাম জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে কিভাবে চুরির ঘটনা ঘটেছিল।

Tags: