muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নেপাল নারী ফুটবল দলকে ৬-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশে

খেলার খবর ।। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আজ রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেলে নেপাল অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে ৬-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

বাংলাদেশের এমন জয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। জোড়া গোল করেছেন অনুচিং মোগিনি। অপর গোলটি করেছেন মনিকা চাকমা। দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ ব্যবধানে হারিয়েছে ভুটানকে।

আগামীকাল সোমবার কোনো খেলা নেই। পরদিন মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আর ভারতের প্রতিপক্ষ নেপাল।

এবারের এই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ভারত, নেপাল ও ভুটান। দল কম হওয়ায় লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ ও ভারত। অবশ্য টুর্নামেন্টের ফেভারিটও এই দুটি দল।

Tags: