muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ব্যস্ত শহরবাসীর যানজট মহাসড়ক

আবুল হাসনাত রাতুল, শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদাদতা ।। অধৈর্যের আরেক নাম তীব্র যানজট। তেমনি প্রতিনিয়ত যানজটে ভুগছে শম্ভুগঞ্জ ময়মনসিংহ শহরবাসী। শহরতলী এলাকার বহ্মপুত্র সেতুটি মানুষের যন্ত্রনা দায়ক হয়ে উঠেছে। যেই সেতু দিয়ে উত্তরা লের লক্ষাধিক যাত্রী প্রতিদিন এ সেতু পার হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দরকার ও কাজের জন্য যাতায়াত করে। দুই পারের বিভিন্ন ব্যবসায়িক, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন প্রতিনিয়ত যাতায়াত করে থাকে এ ব্রীজ দিয়ে। যাতায়াতরত এসব লোকজন সময়মত কাজে উপস্থিত হতে পারে না। তাদের প্রতিদিন দীর্ঘ পথ হেটে ব্রীজ পার হতে হয়। তাই তাদের কর্মস্থলে প্রতিদিনই কারণ দর্শাতে গিয়ে কর্তৃপক্ষের কাছে অহেতুক গালিগালাজ শুনতে হয়। তদুপরি অনেকের বেতন ভাতা কেটে নেওয়া হয়। আর যারা এপার থেকে ওপারে বিভিন্ন শাকসবজি সময়মত নিয়ে বিক্রি করতে পারে না। যার ফলে শহরতলির মানুষ তরতাজা শাকসবজি পাওয়া থেকে বি ত হয় ও ব্যবসায়িরা আর্থিক সংকটে পড়ে। ফলশ্রুতিতে সকলকেই এক কঠিন সমস্যয়া ভূগতে হচ্ছে। আর এই দিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী ছাত্র-ছাত্রী সহ চরপাড়া হাসপাতাল ও চুরখাই কমিউনিটি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীনে আসা লোকজনদের বিভিন্ন জটিল সমস্যা পোহাতে হচ্ছে। এ্যাম্বুলেইন্স জটিল রোগীদের আসা যাওয়া এ তীব্র যানজটের কারণে বিঘ্নিত হচ্ছে ও যাত্রীরা বিভিন্ন গাড়ীর চালক ও ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনাকে দায়ি করছে।

এহেন পরিস্থিতিতে সচেতন জনগণের দাবি উদ্বর্তন সচেতন কর্তৃপক্ষ যেন এ ব্যপারে সঠিক সুষ্ঠ ব্যবস্থা নিয়ে যানজট নিরশন করেন।

Tags: