muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি ।। আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ভিটামিন  “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদযাপন উপলক্ষে উপজেলা অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে।

১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত উপজেলা অবহিতকরন ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেছবাহ উদ্দিন আহম্মেদ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু সাইদ ভূইয়া, ডাঃ অভিজিৎ পন্ডিত, সহকারী ডেন্টাল সার্জন ডাঃ নিশাত শারমীন জিনিয়া, থানার ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ , উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আজীজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এরশাদ আহম্মদ নোমানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নাছিমা বেগম , একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান,ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম ও কুলিয়ারচর বাজার আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম রাশিদ সহ সরকারী বেসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

অনুষ্টান পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য সহকারী সমিতির সভাপতি মোঃ আনিছুর রহমান। এ সময় স্বাগত বক্তব্যে ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভিটামিন “এ” দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুকিঁ কমায়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশী পরিমান মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ান।

Tags: