muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

আমরা অবলা নয় ,মানুষ : মাশহুদা খানম

সাহিত্য ও সংস্কৃতি ।।

আমরা অবলা নয়, মানুষ : মাশহুদা খানম

আর নয় বাধা,আর নয় নিষেধ
আর নয় ঘোমটা,আর নয়
করুণার পাত্র
আর নয় বাসনা,আর নয়
লালসার ক্ষেত্র।

আমরাও মানুষ স্রষ্টার সৃষ্টি,
লোচনে আর নয় ঝর্ণার বৃষ্টি।

দোহায় নয়,বজ্র‌কণ্ঠে মানা করি
আমাদের দিকে দিও না বাঁকা দৃষ্টি।

কারণ,আমরা এখন মালালার বোন মালেহা
আমরাও এখন করতে শিখেছি
হিমালয়ের চূড়াকে জয়
তোমরা কি এখনো ভেবেছ?

আমরা পাই নিরদ,নিশি,বিগ্রহকে ভয়?
না—-না—-না—-
আমরা অশনি,আমরা চপলা
এখন ভুল হবে
যদি ভাব মোদের অবলা।

আমরা রুখে দাঁড়াতে শিখেছি অস্র নিয়ে
করিনা ভয় মোরা জীবন মরন নিয়ে।

আর নয় লাজ, আর নয় ভীতি,
পরাজয় নিয়ে আর টানবনা জীবনের ইতি।

মোরা আরও দৃঢ় চিত্তে করি শপথ
ভয় পেয়ে হবনা বিপথ।

লহরী, বারিধি পাড়ি দিব
আরও জয় করব-
তমসা, ঝটিকা অরণ্য,গিরি
কারন একটাই-

আমরা আর নয় অবলা
আমরা এখন মালালার বোন মালেহা।

Tags: