muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি ।। ‘‘উন্নয়নের রোল মডেল,শেখ হাসিনার বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১,১২ ও ১৩ জানুয়ারী সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে উন্নয়ন মেলা উদ্বোধনের পর কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করেন। ওই দিন বেলা সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত ও উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মী বিনতে সালামের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জ্যোতিশ্বর পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকার্তা ডা.নিখিল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার লায়ন ডা. বুলবুল আহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আজীজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক। উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন অফিসের পক্ষ থেকে প্রায় ৩০টি ষ্টল অংশ গ্রহণ করে। ১৩ জানুয়ারী উন্নয়ন মেলা শেষ হয়।

Tags: