muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় পপি সৌহার্দ্যের মাছ আহরন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত

ইটনা প্রতিনিধি ।। পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের আয়োজন, কেয়ার বাংলাদেশের সহযোগীতা, ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে উপজেলার ৫ টি ইউনিয়নের মোট ২৩৫ জন মৎস্যজীবিকে মাছ আহরন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের ধারা বাহিকতায় সোমবার সকালে মৃগা ইউনিয়নের ৫ টি গ্রামের ৩০ জন মৎস্যজীবির অংশগ্রহনে আমিরগঞ্জ বাজারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু সৌরভ কুমার দে। তিনি প্রশিক্ষন গ্রহনকারীদের উদ্দেশ্য তার বক্তব্যে বলেন প্রশিক্ষন শেষে পপি সৌহার্দ্য থ্রি প্রকল্প কতৃক দরিদ্র মৎস্য জীবী দের ৩ হাজার ও অতি দরিদ্র মৎস্য জীবীদের ৪ হাজার ৫ শত টাকা করে ইনপুট সাপোর্ট দেওয়া হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পপি সৌহার্দ্য প্রকল্পের এফএফ সুমন দাস, খন্জনা খাতুন, এমএফ আলী ইসলাম, সিআইজি স্বপন মিয়া, সাংবাদিক আজাদ হোসেন বাহাদুল প্রমুখ।

Tags: