muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আমিরাতের দুটি যাত্রীবাহি বিমানের গতিরোধ করেছে কাতারের দুটি জঙ্গি বিমান

আন্তর্জাতিক ।। সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, যাত্রাপথে একটি বেসামরিক যাত্রীবাহি দুটি বিমানকে আকাশপথে বাধা দিয়েছে কাতারের দুটি জঙ্গি বিমান। তবে কাতার এ অভিযোগ অস্বীকার করেছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেছে।

সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, তারা  আমিরাতের জাতীয় পতাকাবাহী একটি বিমানের কাছ থেকে অভিযোগ পেয়েছে, যে মানামাগামী ওই ফ্লাইটটি তার স্বাভাবিক রুট দিয়ে যাওয়ার সময় কাতারি যুদ্ধবিমান তার গতিতে বাধা দিয়েছে। মানামায় আরেকটি বিমান অবতরণের সময় সেটিকে বাধা দিয়েছে কাতারি যুদ্ধবিমান। কাতারি যুদ্ধবিমানের এ ধরণের আচরণ নিন্দনীয় ও বেসমারিক বিমান চলাচলের জন্য বিপজ্জনক। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে আমিরাত।

প্রসঙ্গত, শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাতার অভিযোগ করেছিল, সাম্প্রতিক সপ্তাহে আরব আমিরাতের যুদ্ধবিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে।

Tags: