muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৯৯৬জন যাত্রীকে জরিমানা

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৯৯৬ জন যাত্রীকে জরিমানা করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় দণ্ডিত ৯৯৬ যাত্রীর কাছ থেকে টিকেটের মূল্য ও জরিমানা বাবদ ২ লাখ ৫ হাজার টাকা আদায় করা হয়। এর মধ্যে ১২টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীরা রয়েছেন।
রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনা টিকেটে ভ্রমণ করা থেকে যাত্রীদের বিরত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

Tags: